ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ | বেটা ভার্সন

হৃদয়ের হৃৎস্পন্দন

মাহমুদা মৌ
হৃদয়ের হৃৎস্পন্দন

এলোমেলো ক্রান্তিলগ্নে তোমার উপস্থিতি

আমার নিকষ কালো অন্ধকার বাতায়ন

আলোকসজ্জায় পরিণত করেছে ।

ক্ষত-বিক্ষত বিধ্বস্ত সময়গুলো মুহূর্তেই

উন্মুক্ত আকাশের নিচে নির্ভয়ে

নিঃশ্বাস নিতে শিখে গেছে।

ভয়াবহ রকমের শূন্যতা পালিয়ে

স্বাচ্ছন্দ্যে হাসে।

দীর্ঘ দিনের জমাট বাঁধা অশ্রুগুলো

অবিশ্রান্ত ধারায় কেবলি

অঝোরে ঝরছে।

আহত রক্তাক্ত নির্ঘুম রাত্রিগুলো

সফেদ শান্ত স্নিগ্ধ বিছানায় পরম যত্নে নিজেকে এলিয়ে দেয় ।

সমস্ত ঘর সুগন্ধি ফুলে মৌ মৌ করছে,

বেসামাল উন্মুক্ত চুম্বনের আবেশে

হৃৎস্পন্দনের গতি সময়ের চেয়েও আরও বেশি টিপ টিপ অনুকম্পিত হচ্ছে ।

আর আমি-

তোমাতেই বুঁদ হয়ে তোমার উদার

প্রশস্ত বুকে বাঁধভাঙা আনন্দে কাঁদছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত