মন ভাঙার তীব্রতার পাশে নিভে যাচ্ছে
ডানা ভাঙার শব্দ ও চঞ্চল পাখি।
ধূসর গোধূলির পাশে বসে যে নদী
কুড়িয়ে চলে পাড় ভাঙার শব্দ
সে নদীর কাছাকাছি ধকধক করে কমে যাচ্ছে
মানবিক হৃৎপিণ্ডের আয়ু।
নীড়ে ফিরে যাও পাখি-
অথবা নদী ভাঙনের ঘ্রাণ পৌঁছে যেতে দিও না
যে শিশু মায়ের জরায়ুতে বসে মানুষের গল্প শোনে
সে বোঝে না ফুলের আঘাত...