ঢাকা রোববার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

বন্দি হতে চাই

কাজল নিশি
বন্দি হতে চাই

গত বছরের আষাঢ়ের জলধারায়

তুমি আপন মনে ভিজছিলে,

হঠাৎ বাতাসে উড়ে যায় তোমার গায়ের টিশার্ট।

উদোম বুকে বেশ লাস্যময় দেখাচ্ছিল তোমাকে,

একাকী আমি বেলকনিতে দাঁড়িয়ে।

তুমি জানো?

তোমার উদোম বুক আমাকে

বারবার গোপন সূত্রে ইশারা করছিল!

হয়তো কিছুই জানো না তুমি,

সেদিন এক মনের সঙ্গম হয়েছিল

তোমার যৌবন দীপ্ত তারুণ্যের সাথে।

এই আষাঢ়ে-

শ্বশরীরে তোমার উদোম বুকে বন্দি হতে চাই।

ডুবে যেতে চাই তোমার হৃদয় গহিনে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত