ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ছয় দোকানে চুরি

ছয় দোকানে চুরি

পিরোজপুরের স্বরূপকাঠির জগন্নাথকাঠি বন্দরে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার গভীর রাতে চোর দোকানের চালের টিন ছুটিয়ে দোকানের মধ্যে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙে টাকা নিয়ে যায়।

এছাড়া যে দোকানে সিসি ক্যামেরা আছে সেগুলো ভেঙে ফেলেছে। পুলিশ বন্দরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করছে। খোঁজ নিয়ে জানা যায়, স্বরূপকাঠি পৌর শহরের জগন্নাথকাঠি বন্দরের অতি পরিচিত স্বপ্নীল বস্ত্রালয়, নুসরাত শাড়ি বিতান, স্বপ্নীল গার্মেন্টস, মাতৃ বস্ত্রালয়, এআর ট্রেডার্স (হার্ডওয়্যার) এবং ডিজিটাল অপটিকস্ অ্যান্ড ওয়াচ দোকানগুলো প্রতিদিনের ন্যায় রাতে তালা দিয়ে চলে যায়। জগন্নাথকাঠি বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী মো. আনিচুজ্জামান বলেন, বন্দরের ছয়টি দোকানে চুরির ঘটনা ঘটেছে, ছয়জন পাহারাদার, সিসি ক্যামেরা ছিল কীভাবে চুরি হলো বা বাজারের পাহারাদার কেউ জড়িত আছে কি না তদন্ত না করে সঠিক কিছু বলা যাচ্ছে না। নেছারাবাদ থানার ওসি বনি আমিন জানান, আমি চুরির খবর পেয়ে লোক পাঠিয়েছি পাহারাদারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত