গত শনিবার রাত ১২টা থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। গতকাল রোববার তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। জানা যায়, কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্পের একটি দল নগরীর বিভিন্ন এলাকায় অস্ত্র উদ্ধার ও কিশোর গ্যাং গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে। এ সময় ১০ জনকে গ্রেপ্তারসহ তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, তিনটি শর্টগান, ৯ রাউন্ড শট গানের বুলেট, ৪ রাউন্ড পিস্তল ও রিভলবারের বুলেট এবং বেশ কিছু দেশীয় অস্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- নগরীর ঝাউতলা এলাকার নাইমুল ইসলাম নাঈম, জাবেদুর রহমান, কালিয়াজুড়ি এলাকার আবির হামিদ মাহি, রাকিব, ছোটরা এলাকার সাজিদুল ইসলাম, মোহাম্মদ আলী, সাব্বির হোসেন, ধর্মসাগরপাড় এলাকার অভিজিৎ রায় সরকার, মো. অপু ও বুড়িচংয়ের সাদকপুর গ্রামের আবুল খায়ের। কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, সেনাবাহিনী গ্রেপ্তারদের থানায় হস্তান্তর করেছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।