ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজারের চকরিয়ায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখলে নিয়ে অবৈধভাবে নির্মিত শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

গতকাল সোমবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী একতাবাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় মহাসড়কের দুইপাশে সওজের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে কয়েক কোটি টাকার জায়গা দখলমুক্ত করা হয়। উচ্ছেদ অভিযান এখনো চলমান রয়েছে। চকরিয়া সওজ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কুতুবউদ্দিন বলেন, বরইতলী একতা বাজার এলাকায় সওজের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত স্থাপনাসমুহ ভেঙে ফেলার দুইদফায় নোটিশ দেয়া হয়। কিন্তু অবৈধ দখলদারা সে ব্যাপারে কোনো কর্ণপাত করেননি।

অবশেষে গতকাল সোমবার সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগের এস্টেট ও আইন কর্মকর্তা (যুগ্ম সচিব) আব্দুল লতিফ খান এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়।

এ সময় দুইটি স্কেবেটর দিয়ে সড়কের জায়গা দখলে নিয়ে অবৈধভাবে নির্মিত স্থাপনাসমুহ ভেঙে গুড়িয়ে দিয়ে সওজ বিভাগের কয়েক কোটি টাকার জায়গা দখলমুক্ত করা হয়। কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রুকন উদ্দিন চৌধুরী, উপ-বিভাগীয় প্রকৌশলী রাহাত আলম, উপ-সহকারি প্রকৌশলী সাইফুল ইসলাম ছাড়াও র্যাব, থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, রিজার্ভ পুলিশ, আনসার বাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত