নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে খেলাধুলাসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারুণ্যের উৎসব উদযাপন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার উপজেলা পর্যায়ে কাবাডি প্রতিযোগিতা আয়োজন হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপজেলা পরিষদের পক্ষে আক্কেল আলী উচ্চ বিদ্যালয় এবং কালিয়াকৈর পৌরসভার পক্ষে ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার একাডেমী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। এ কাবাডি খেলায় ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার একাডেমী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিজয় অর্জন করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নিবার্হী কর্মকর্তা ও কালিয়াকৈর পৌর প্রশাসক কাউছার আহাম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সভাপতি ইমারত হোসেন, যুগ্ম সম্পাদক সাগর আহম্মেদসহ ওই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।