ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বোরো রোপণের ব্যতিক্রমী প্রতিযোগিতা

বোরো রোপণের ব্যতিক্রমী প্রতিযোগিতা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি কাজে কৃষকদের আরো উদ্বুদ্ধকরণ এবং বিনোদনের লক্ষ্যে বোরো ধানের চারা রোপণের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার উচাখিলা ইউনিয়নের চর আলগি গ্রামের বাপ্পি মিয়া ২০ শতাংশ জমিতে কুমারুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক হোসেন এর উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বোরো রোপণের প্রতিযোগিতায় ১০ জন কৃষক অংশ গ্রহণ করেন। এর মধ্যে তিনজন বিজয়ী হন। এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন কৃষক আব্দুল জলিল, কৃষি মো. ইব্রাহিম দ্বিতীয় এবং কৃষক মকবুল হোসেন এবং ইদ্রিস আলি যৌনভাবে তৃতীয় স্থান অধিকার করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসাবে বালতি, লুঙ্গী, গেঞ্জি এবং গামছা তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- উচাখিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মতিউর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জীয়াউর রহমান, হারুন অর রশিদ, অনুশীলন কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা বায়জিদ আলম, চর আলগি গ্রামের পশু চিকিৎসক মাজেদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত