মৌলভীবাজারের কুলাউড়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালত ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল মঙ্গলবার উপজেলার কাদিপুর ইউনিয়নের ঢুলিপাড়য়া অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, এই উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েক মাস ধরে আইন অমান্য করে ফসলি জমির ওপরের উর্বর মাটিকেটে অবাধে বিক্রি করা হচ্ছে। এই খবর পেয়ে তিনি ঢুলিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এই সময় এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মেঘনা ব্রিকসের মালিক শাহাবুদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।