রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আতিয়ার রহমান বলেছেন- মাদক নির্মূলে পারিবারিক সচেতনতা ও আইনের প্রয়োগ উভয়েরই প্রয়োজন। একটির ওপর নির্ভর করে সফলতা অর্জন সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন- এই স্লোগানকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাঙামাটি কার্যালয় ও রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির যৌথ আয়োজনে এক মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর কনফারেন্স রুমে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আতিয়ার রহমান, আর সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা।
এছাড়া উপস্থিত ছিলেন- জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এম সাইফুল ইসলাম, পরিদর্শক মনিরুজ্জামান, রাসায়নিক পরীক্ষক শফিকুল ইসলাম সরকার, রাঙামাটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক ডা. মাহফুজুল হক, রাঙামাটি সরকারি কলেজের প্রভাষক সঞ্জয় দে ও এরফান শাহরিয়ারসহ বিশ্ববিদ্যালয়ের ডীন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় রাবিপ্রবির দল বিজয়ী হয় এবং রাঙামাটি মেডিকেল কলেজ বিজিত দল হিসেবে নির্ধারিত হয়। শ্রেষ্ঠ বক্তার পুরস্কার অর্জন করেন রাবিপ্রবির নুরুল আলম।