ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

মহেশখালীর বড় অস্ত্রের চালান ধরা পড়ল চট্টগ্রামে

অস্ত্র ও মাইক্রোবাসসহ দুই জন গ্রেপ্তাতার
মহেশখালীর বড় অস্ত্রের চালান ধরা পড়ল চট্টগ্রামে

কক্সবাজারের মহেশখালী থেকে ক্রয়করে পাচারকালে অস্ত্রের একটি বড় চালান ধরা পড়েছে চট্টগ্রামে। ওই অভিযানে উদ্ধার করা হয়েছে একনলা বন্দুক, দেশীয় রাইফেল, ৬টি ওয়ান শ্যুটার গান।

এ সময় একটি মাইক্রোবাসসহ দুইজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল পিপিএম (বার) বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসে অস্ত্র পাচারের গোপন তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ড থানাধীন বাঁশবাড়িয়া বাজারে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলার মহেশখালীর শাপলাপুর এলাকা থেকে কিছু দুষ্কৃতিকারী দেশীয় আগ্নেয়াস্ত্রসহ চট্টগ্রামের দিকে রওনা দিয়েছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল পিপিএম (বার) এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বাঁশবাড়িয়া বাজারে একটি কালো রঙের মাইক্রোবাসকে থামতে সংকেত দিলে চালক সেটি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে।

পরে গোয়েন্দা পুলিশের একটি টিম দ্রুত অভিযান চালিয়ে মাইক্রোবাসটি আটক করে। মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৬টি ওয়ান শ্যুটার গান, একটি দেশীয় রাইফেল ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশাল জেলার ইছাকাঠি গ্রামের কাঞ্চন ঢালি ছেলে মো. মনির হোসেন (৪৫), নোয়াখালী জেলার পাঁচঘরিয়া জয়নাল আবেদীনের ছেলে মো. মনির হোসেন (৪৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে তারা দেশীয় অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত এবং উদ্ধারকৃত অস্ত্রগুলো মহেশখালী থেকে সংগ্রহ করে নোয়াখালীতে নিয়ে যাচ্ছিলেন বিক্রির উদ্দেশে। আটক দুজনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র আইনের ১৮৭৮ সালের ১৯(এ) ধারায় মামলা (নম্বর- ৩, তারিখ ৩ মে ২০২৫) রুজু করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত