ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল চালকের

গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল চালকের

মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ফরহাদ উদ্দিন ভুইয়া (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত ফরহাদ উদ্দিন ভুইয়া কুমিল্লা জেলার ব্রাহ্মণ পাড়া থানা দুলালপুর গ্রামের কাশেম ভুইয়ার ছেলে। গতকাল শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর এলাকায় ঢাকামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সকালে কুমিল্লার দিক থেকে মোটরসাইকেল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন চালক। পথিমধ্যে সকাল ৭টার দিকে ভবেরচর এলাকায় পৌঁছালে পিছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় যায় এবং চালক প্রায় ১৫ ফুট দূরে ছিটকে পড়েন। প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভবেরচর হাইওয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত