ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

রাস্তার দুই ধারের সরকারি জমি দখলের প্রতিযোগিতা

রাস্তা হচ্ছে সংকুচিত, বাড়ছে দুর্ঘটনা
রাস্তার দুই ধারের সরকারি জমি দখলের প্রতিযোগিতা

শ্যামনগরের বিভিন্ন রাস্তার দুই ধারের সরকারি জমি দখলের প্রতিযোগিতা চলায়, রাস্তা সংকুচিত হয়ে দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। শ্যামনগর সদর, মুন্সীগঞ্জ, কলবাড়ী ফরেষ্ট অফিসের সামনে, নওয়াবেকী, নুরনগর, শ্যামনগর পাইলট স্কুলের সামনে, হায়বাতপুর, সিদ্দিক উকিলের বাড়ির সামনের রাস্তার দুপাশ এখন অবৈধ দখল দারদের কবলে রয়েছে দিনের পর দিন দখল বৃদ্ধি পাচ্ছে ফলে রাস্তা হচ্ছে সংকুচিত। রাস্তা সংকুচিত হওয়ায় পথচারী ওগাড়ি চলাচলে বিঘ্নতা হচ্ছে ফলে প্রতিদিনই কোন না কোন স্থানে হচ্ছে দুর্ঘটনা। শিশু নারী বৃদ্ধা দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারাচ্ছে। যার বাড়ির সামনে রাস্তা রয়েছে সে দখল করে দোকান ঘর নির্মাণ করে অগ্রিম টাকা নিয়ে ভাড়া দিচ্ছে। সড়ক ও জনপথ এবং পানিউন্নয়ন বোর্ড কর্তাদের সঙ্গে যোগাযোগ করে দোকানঘর তৈরির অভিযোগ রয়েছে। বিশেষ করে প্রভাবশালীরা এসব রাস্তার দুপাশের সরকারি জমি দখল করছে এমন অভিযোগ রয়েছে। রাস্তা অবৈধ দখলমুক্তর জন্য বিভিন্ন সামাজিক সংগঠন মানব বন্ধন করে দাবি জানালেও তা মানা হচ্ছে না। এ ব্যাপারে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মিসেস রনী খাতুন বলেন, দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত