সরকারিভাবে ২৪শে এপ্রিল বোরো চাউল ক্রয় অভিযান শুরু হলেও নীলফামারীতে আনুষ্ঠানিকভাবে গতকাল চাউল ক্রয় শুরু করেছে নীলফামারী সরকারি খাদ্য গুদাম। গতকাল রোববার দুপুরে নীলফামারী সরকারি সদর খাদ্য গুদামে বোরো চাউল সংগ্রহ অভিযান শুরু করেছে আবুল কালাম আজাদ অটোরাইস মিলের চাউল দিয়ে। চাউল ক্রয়ের উদ্বোধন করেন, আজিজুল হক অটো রাইস মিলের মালিক আলহাজ্ব আজিজুল হক, সামসুল হক রাইস মিলের মালিক সামসুল হক, নুহা অটো রাইস মিলের মালিক সৈয়দ রাকিব হাসান মিশুক ও আবুল কালাম অটো রাইস মিলের মালিক মনির হোসেন, নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আজম, নীলফামারী সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল হক, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা নীলফামারী সদর এলএসডি মো. রাশেদুল ইসলাম খন্দকার। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট চাউল ব্যবসায়ী স্বপন কুন্ডু এবং মোস্তাফিজুর রহমান মুক্তি। আজ প্রথম ৪৫ টন চাউল দিলেন আবুল কালাম আজাদ অটো রাইস মিলের স্বত্বাধিকারী মো. মনির হোসেন। জানা যায় এবার বোরো চাউল সংগ্রহ ২০২৫ মোট বরাদ্দ ১৬,১৬৫.০০০ মেট্রিক টন এবং ধান ১,৭০২.০০০ মেট্রিক টন। সংগ্রহ মূল্য প্রতি কেজি চাউল ৪৯ টাকা ও প্রতি কেজি ধান ৩৬ টাকা।