ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার দাবি

সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার দাবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোস্তাক আহমেদ উজ্জ্বলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে ক্লাবের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মো. হোসেন শান্তি এর সভাপতিত্বে এবং দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি শাহনূর খান আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, এস এ রুবেল, শফিকুল ইসলাম বাদল, আব্দুল হাদী, পিয়াল হাসান রিয়াজ, মিঠু সূত্রধর পলাশ, মনির হোসেন, নুরে আলম সরকার, আমজাদ হোসেন, আবু কাউছার, মাজেদুল ইসলাম, সাইফুল ইসলাম রবিন, সফর আলী, জামাল হোসেন পান্না, মমিনুল হক রুবেল, হেলাল উদ্দিন, আব্বাস উদ্দিন হেলাল, কাউছার আহমেদ, সফিউল আলম, ইকরাম হোসেন, আলামিনসহ আরো অনেকে। বক্তারা মামলাটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক উল্লেখ করে বলেন, সংঘর্ষের সময় মোস্তাক আহমেদ উজ্জ্বল ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থান করছিলেন। তবুও তাকে এ ঘটনায় প্রধান আসামি করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। উল্লেখ্য, গত ২৯ এপ্রিল নবীনগরের সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আজিজ মিয়া (৫২) নিহত হন এবং অন্তত ৩০ জন আহত হন। বক্তারা অবিলম্বে সাংবাদিক মোস্তাক আহমেদ উজ্জ্বলের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও সত্যের পক্ষে অবিচল থাকা সময়ের দাবি এবং এ লক্ষ্যে তারা সবসময় ঐক্যবদ্ধ থাকবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত