লক্ষ্মীপুরের রামগঞ্জে কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন পোদ্দার। তিনি গতকাল রামগঞ্জের টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, টামটা নবযুগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি এসব বিদ্যালয় পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন ক্ষুদে শিক্ষার্থীদের জাতীয় সংগীত, প্যারেড, ও শপথ বাক্যপাঠ শুনে আমি খুশি হয়েছি। ক্ষুদে শিক্ষার্থী তোমরা শপথবাক্য বুঝে সেভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করবে। পড়াশোনা খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান করবে তারপরে তোমরা পরিপূর্ণ মানুষ হয়ে সমাজের ও দেশের সেবা করবে, এটাই যেন হয় তোমাদের জীবনের লক্ষ্য। গতকাল রোববার দুপুরে রামগঞ্জ পৌরসভার পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, লক্ষ্মীপুর জেলাধীন যে সকল প্রাথমিক বিদ্যালয় বন্যায় ক্ষতিগ্রস্তের তালিকায় রয়েছে পর্যায়ক্রমে সকল বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ করা হবে।