ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

রংপুরের পীরগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পরীক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে উপজেলার মণিকৃষ্ণ সেন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা এ কর্মসূচী পালনের পর দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে কলেজের অধ্যক্ষের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করে। জানা গেছে, উপজেলার ধাপেরহাট মণিকৃষ্ণ সেন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা পার্শ্ববর্তী চতরা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। ধাপেরহাট থেকে ওই কেন্দ্রের দূরত্ব ৭ কিলোমিটার। এ জন্য ওই কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল। পরীক্ষার্থীরা কেন্দ্র পরিবর্তনের দাবিতে রংপুর-ঢাকা মহাসড়কের ধাপেরহাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত