মাদক না ছাড়লে এলাকা ছাড়তে হবে এমন মন্তব্য করেছেন ঢাকার ধামরাই থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম। তিনি আরও বলেন, মাদক ও জুয়ার সঙ্গে কখনও আপোস করিনি। সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূল করতে হলে অবশ্যই সবাইকে সামাজিকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে। যারা মাদক সেবন করে ও কারবারের সঙ্গে জড়িত তাদের নাম ও ঠিকানা গোপনে দিবেন। আমরা অপরাধীকে অবশ্যই আইনের আওতায় আনবো। গত রোববার সন্ধ্যায় উপজেলার যাদবপুর ইউনিয়নে হাট বাজারসহ সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে যাদবপুর ইউনিয়ন পরিষদের সামনে আইনশৃঙ্খলা রক্ষামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, বিশেষ করে বাজারে চুরি ডাকাতি রোধ করতে হলে অবশ্যই স্বাস্থ্যবান লোকদের দিয়ে পাহাড়ার ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, প্রত্যেক দোকানের সামনে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। সামনে ঈদ আসছে তাই আমাদের আইনশৃঙ্খলা বাহিনির পাশাপাশি আপনাদেরকে এলাকায় এলাকায় রাতে পাহাড়ার ব্যবস্থা করতে হবে। যাদবপুর ইউনিয়ন পুলিশি ৭নং বিট অফিসার এসআই আব্দুল কাদেরের আয়োজন আইনশৃঙ্খলা রক্ষামূলক আলোচনা সভায় আলতাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।