পিরোজপুরের ভান্ডারিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িক কুপিয়ে ও গলাকেটে হত্যা করে পালিয়েছে বাদল খান (৪৫) নামে এক ব্যক্তি। ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের দাওয়া গ্রামের খান বাড়িতে গত সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানার ওসি আহমদ আনওয়ার। নিহতরা হলেন- বাদলের স্ত্রী চম্পা বেগম (৩২) ও শাশুড়ি বিলকিস বেগম (৫০)। ঘাতক বাদল ধাওয়া গ্রামের বাসিন্দা মৃত আজিজ খানের ছেলে। সে পেশায় একজন চা বিক্রেতা। স্থানীয়রা জানায়, আগের একাধিক স্ত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের পর বাদল খান ২০ দিন আগে চতুর্থ বিয়ে করে চম্পা বেগমকে। গত সোমবার রাত ১১টার দিকে পারিবারিক কলহের জেরে স্ত্রী চম্পা বেগম ও শাশুড়ি বিলকিস বেগমকে হত্যা করে। স্ত্রী ও শাশুড়িকে হত্যার পর ঘরে আগুন দিয়ে পালিয়ে যায় বাদল। এ সময় বাদলের দ্বিতীয় স্ত্রীর শিশু পুত্র ঘর থেকে পালিয়ে গিয়ে প্রতিবেশীদের জানায়। এ সময় লোকজন এসে ঘরে আগুন জ্বলতে দেখে নিভিয়ে ফেলে। পরে পুলিশে খবর দেওয়া হয়।