ঢাকা রোববার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

টাঙ্গাইলের মহাসড়কে গণপরিবহন সংকট

বেশি ভাড়া আদায়ের অভিযোগ
টাঙ্গাইলের মহাসড়কে গণপরিবহন সংকট

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি যাত্রী সাধারণের চাপও বেড়েছে। ফলে মহাসড়কে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেকে কাঙ্ক্ষিত পরিবহন পাচ্ছেন না। এ সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ মহাসড়ক দিয়ে যাতায়াতকারীরা। গতকাল বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্র দেখা গেছে। এদিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার এলাকার সার্বিক নিরাপত্তায় ও ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে জেলা পুলিশের ৬ শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মহাসড়কে দায়িত্ব পালন করছে। গতকাল বুধবার মহাসড়কের এলেঙ্গায় কথা হয় রাজশাহীর যাত্রী সুমন ইসলামের সঙ্গে। তিনি জানান, একদিকে মহাসড়কে গণপরিহন সংকট। অন্যদিকে ভাড়া চাওয়া হচ্ছে দ্বিগুণেও বেশি। অন্য সময়ে ৩০০ টাকা দিয়ে রাজশাহী যেতেন। এখন ৬০০ থেকে ৮০০ টাকা ভাড়া চাচ্ছে। এতে তাদের ভোগান্তি বেড়েছে। অপর যাত্রী সোহানুর রহমান জানান, ঈদ আসলে পরিবহন চালকরা ভাড়া বাড়িয়ে দেয়। প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার। বগুড়ার যাত্রী অসীম সরকার জানান, তিনি একঘণ্টার ওপরে মহাসড়কে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু কাঙ্ক্ষিত পরিবহন পাচ্ছেন না। তার মতো অনেককে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত