ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ভাণ্ডারিয়ায় বিএনপির ইউনিয়ন সম্মেলন

ভাণ্ডারিয়ায় বিএনপির ইউনিয়ন সম্মেলন

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ইকড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাসার দুলাল মোল্লার সভাপতিত্বেএ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সালাম। বিশেষে অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। সম্মেলনের উদ্বোধন করেন ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন।

এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য শেখ আহাসানুল কবির লিন, এনামুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব মনির হোসেন আকন, পৌর বিএনপির সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন বিপ্লব, আবুল কালাম আজাদ (মলাদ জোমাদ্দার), রুহুল আমিন মুন্সী, টিএম মনোয়ার হোসেন পলাশ প্রমুখ।

সম্মেলনের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকা মিলন খলিফাকে সভাপতি, মাইনুল হাওলাদারকে সাধারণ সম্পাদক ও মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ইকড়ি ইউনিয়ন কমিটি গঠন করা হয়।

আগামী ৩ ও ৪ তারিখ উপজেলার বাকি ইউনিয়ন, পৌরসভা ও আগামী ৬ জুলাই উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত