ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটরের কক্ষে শাহীন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে এক মাদকসেবী শামীম। গতকাল বুধবার বেলা তিনটার দিকে উপজেলার হাসনাবাদে অবস্থিত আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটরের কক্ষে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ শাহিন (৪২)। তিনি পার্শ্ববর্তী মির্জানগর ইউনিয়নের মেজেরকান্দী গ্রামের আব্দুল খালেকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা তিনটার দিকে তিনি ‘তাহসিন ইলেক্ট্রনিক এন্ড স্যানিটারি’ প্রতিষ্ঠানের ট্রেডলাইসেন্স করতে আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে যান। সেখানে কম্পিউটার অপারেটরের কক্ষে বসে ট্রেডলাইসেন্স সংক্রান্ত কথা বার্তা বলার সময় হঠাৎ করে মাদকসেবী শামীম একটি ধারালো দা নিয়ে শাহিনকে কোপাতে থাকে। পরে এলাকাবাসীর সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী শাহিনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর কামাল হোসেন বলেন, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মাদকসেবী শামীম মাতাল অবস্থায় চিৎকার করতে থাকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত