ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহারে জনজীবনে স্বস্তি

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহারে জনজীবনে স্বস্তি

টানা ৮ দিন পর গত রোববার ভোর ৬টা থেকে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন। এতে করে গত রোববার সকাল থেকে আরও স্বাভাবিক হয়েছে এ জেলার সাধারণ মানুষের জনজীবন। খোলা রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, অফিসসহ অন্যান্য সব সেবামুখী প্রতিষ্ঠানের কার্যক্রম। শহরে গণপরিবহন চলাচল স্বাভাবিক হওয়ায় চাপ বেড়েছে সড়কে। শাপলা চত্বর, আদালত সড়ক, নারিকেল বাগান সড়কে যান চলাচল বাড়ায় চেনা রূপে ফিরেছে পাহাড়ি এ শহর। খাগড়াছড়ি থেকে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যান চলাচলও বেড়েছে। শহরের বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোষ্ট কার্যক্রম না থাকলেও টহল রয়েছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন, সদর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ভোর ৬টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। জননিরাপত্তায় পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। গেল ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে জুম্ম ছাত্র-জনতা নামে একটি সংগঠনের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে জেলা সদরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন। একইদিন গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গেল রাত সাড়ে ৮টায় এক বৈঠক থেকে দুই উপজেলায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত