ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কলমাকান্দায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কলমাকান্দায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় পুকুরে ডুবে সোয়াইবা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সোয়াইবা ওই গ্রামের মোশারফ হোসেন ও সাবিনা দম্পতির একমাত্র কন্যা। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সবাই নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সোয়াইবা অজান্তে বাড়ির সামনের পুকুরের ধারে চলে যায়। একপর্যায়ে পা পিছলে পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোরশেদ নাহিদ শিশুটিকে মৃত ঘোষণা করেন। হঠাৎ করেই প্রিয় কন্যা হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মা। হাসপাতাল প্রাঙ্গণে কান্নার রোল পড়ে যায়। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত