ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ব্রিজের মুখ বন্ধ করায় তিনজনের অর্থদণ্ড

ব্রিজের মুখ বন্ধ করায় তিনজনের অর্থদণ্ড

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোলমাইল জোড়পুকুর এলাকায় ব্রিজের মুখ বন্ধ করে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করার অপরাধে ৩ জনকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যা রাতে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্রিজের মুখে মাটি ফেলে বন্ধ করে দেয়। এতে ওই এলাকায় পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করে। এমন অভিযোগের ভিত্তিতে তাদেরকে জরিমানা করা হয়। এরমধ্যে বগুড়ার রোরুয়া গ্রামের মোশাররফ হোসেনকে দেড় লাখ, চান্দাইকোনার আব্দুল্লাহ আল মামুনকে ৫০ হাজার ও শরিফুল ইসলামকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে দুই দিনের মধ্যে ওই ব্রিজের মুখ থেকে মাটি অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে কেউ বালু উত্তোলন ও ভরাট করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত