
নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে আবু হানিফ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় কয়েকজন যুবক। নিহত হানিফ বাগেরহাটের খন্তাকাটা গ্রামের আবুল কালামের ছেলে ও খানপুর এলাকার ইতু ভিলার বাড়ির দারোয়ান। নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাত ৮টার দিকে ওই যুবকের মৃত্যু হয় বলে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহাদাত হোসেন জানান।
নিহতের বোনের স্বামী ইব্রাহিম জানান, গতকাল সোমবার দুুপরে খানপুর এলাকার অভিসহ কয়েকজন যুবক প্রথমে আবু হানিফের বোন ও তাকে আটকে রাখে। এ সময় তারা আবু হানিফকে খোঁজ করে। বিকালে হানিফকে পেয়ে তাদেরকে ছেড়ে দেয়। এরপর হানিফকে বেধড়ক পেটায় ওই যুবকেরা। একপর্যায়ে হানিফ জ্ঞান হারালে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়।
পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসক রাতে মৃত ঘোষণা করে। ওই যুবকেরা আবু হানিফের বিরুদ্ধে একবার ধর্ষণ, কখনও ইভটিজিংয়ের অভিযোগ তুলে টাকা দাবি করে নিহতের পরিবারের কাছে। টাকা দিতে না পারায় পিটিয়ে তাকে হত্যা করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।