ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চরফ্যাশনে বৃক্ষরোপণ

চরফ্যাশনে বৃক্ষরোপণ

ভোলার চরফ্যাশনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সুলতান পঞ্চায়েত সামাজিক উন্নয়ন সংস্থা। গত সোমবার সুলতান পঞ্চায়েত সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের সুলতানের খেয়া ব্রিজ থেকে উত্তর দিকের তালতলি রোড পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে গাছের চারা রোপণ করা হয়। এ সময় সুলতান পঞ্চায়েত সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি ফরিদ হোসেন বলেন, আমরা শহরে বাস করি, সেখানে বিশুদ্ধ বাতাসের অভাব। সেই চিন্তা থেকেই আমরা দুই দিনব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। প্রায় দুই হাজার গাছের চারা রোপণ করা হচ্ছে। এর আগে গত জুলাই মাসেও আমরা সহস্রাধিক গাছ লাগিয়েছিলাম। প্রায় পাঁচ কিলোমিটারব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয়দের উপস্থিতি ও অংশগ্রহণে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত