ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জীবননগর থেকে অপহৃত তিন যুবকের খোঁজ মেলেনি

জীবননগর থেকে অপহৃত তিন যুবকের খোঁজ মেলেনি

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়া মাঠপাড়া গ্রাম থেকে হাসান আলী (২৫), আবুল হোসেনল (৩২) ও স্বপন মিয়াকে (৪২) অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা। অপহরণের ৯ দিন পেরিয়ে গেলেও তাদেরকে উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ১৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের অপহরণ করা হয। অপহৃতরা হলেন- হাসান আলি উপজেলার গোয়ালপাড়া গ্রামের শওকত আলীর ছেলে, আবুল হোসেন একই এলাকার আতিয়ার রহমানের ছেলে ও স্বপন মিয়া আব্দুল মোমিনের ছেলে অপহৃতদের পারিবারিক সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর সন্ধ্যার দিকে একই এলাকার মিজানুর রহমান রুবেল, লালন মন্ডল ও শাহিনসহ ৯-১০ জন অপহরণকারী প্রথমে হাসান আলীকে এরপর আবুল হোসেন ও স্বপনকে কৌশলে বাড়িতে ডেকে বাড়ির বাইরে নিয়ে জোরপূর্ব অস্ত্রের মুখে সাদা রঙের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোন হদিস মেলেনি।

অপহৃত হাসান আলীর বাবা শওকত আলী জানান, এই ঘটনার পর থেকে অপহরণকারীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অপহৃতদের ফেরত দেওয়ার কথা বলে তারা তাল বাহানা করতে থাকে। এরপর আমি নিজে বাদী হয়ে গত গত রোববার ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জন এর নামে জীবননগর থানায় একটি মামলা দায়ের করি। এলাকাবাসীর সূত্রে জানা যায়, চোরাচালানি সংক্রান্ত বিষয়ে এই ঘটনাও ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত