ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘মসজিদ ইবাদতের স্থান রাজনীতি করবেন না’

‘মসজিদ ইবাদতের স্থান রাজনীতি করবেন না’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ বলেছেন, মসজিদ ইবাদত সিজদার স্থান, এটাকে দুনিয়াবি জায়গা বানাবেন না। তিনি আরও বলেন, মসজিদে জামায়াত শিবিরের দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে নোয়াখালীতে বিএনপি ও জামায়াত দুই দলের মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটেছে। যা কাম্য নয়। আমরা সব রাজনৈতিক দলকে অনুরোধ করবো মসজিদ নিয়ে আমরা রাজনীতি না করি।

গত মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুরে বিএনপি ও জামায়াত-শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে ঘটনাস্থল কাশেম বাজার জামে মসজিদ প্রাঙ্গনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, হাসিনার পতনের পর দেশে একটা ভালো সময় এসেছে। গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছে। এ সময় আমরা যারা গত ১৭ বছর একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছি, তারা যদি এখন নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করি, তাহলে ফাসিস্ট সুবিধা নিবে।

বজলুল করিম চৌধুরী আবেদ আরও বলেন, বিএনপি একটি শান্তিপূর্ণ রাজনৈতিক দল, গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্র ও বাক স্বাধীনতার জন্য বিএনপির হাজার হাজার নেতাকর্মী শহিদ হয়েছে। আমরা বলে দিয়েছি, আমাদের নেতাকর্মীরা সর্বোচ্চ ধৈর্য্য ধারণ করবে, সংযম দেখাবে। আমাদের নেতাকর্মীরা কাউকে আক্রমন করবে না। তবে আমাদেরকে বাঁচানোর অধিকার আমাদের আছে, আমাদের উপর কেউ জুলৃম করতে আসলে তা প্রতিহত করার অধিকার আমাদের আছে।

তিনি বলেন, বিএনপির তৃণমূলের সব নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে। গণতন্ত্র ও ভোটাধিকার অর্জনে আমাদের সংগ্রাম অব্যাহত আছে, যতদিন পর্যন্ত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, ভোটাধিকার অর্জিত না হবে, আমরা সর্বোচ্চ ধৈর্য্য ধারণ করবো। জনগণ যদি আমাদের ভোট দিয়ে নির্বাচিত করে, আমরা জনগণের অধিকার রক্ষায় এদেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করবো। এরআগে, বজলুল করিম চৌধুরী আবেদ স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ১৯ অক্টোবরের ঘটনায় আহত নেয়াজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক রায়হান ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মঈনকে দেখতে তাদের বাড়িতে যান, খোঁজ খবর নেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর রোববার জামায়াত শিবির দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার জামে মসজিদে বিএনপি ও জামায়াত-শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত