ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তাড়াইলে সারের তীব্র সংকট

বিপাকে কৃষক
তাড়াইলে সারের তীব্র সংকট

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নের কৃষক?দের মধ্যে সারের তীব্র সংকট দেখা দিয়েছে। একদিকে ডিলারদের কাছে সার মিলছে না, অন্যদিকে খোলা বাজারে চড়া দামে কিনতে হচ্ছে সার। এ পরিস্থিতিতে কৃষকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার ধলা ইউনিয়নের ভেইয়ারকোনা গ্রামের কৃষক মুসলিম উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, চলতি মৌসুমে ২০ কাটা জমিতে রোপা-আমন চাষ করেছি ও ৬০ কাটা জমিতে সবজি চাষের জন্য জমি প্রস্তুত করেছি। তিনি অভিযোগের সুরে বলেন, দিনের পর দিন ডিলার পয়েন্টে সারের জন্য ধরনা দিতে হচ্ছে। মাঝেমধ্যে কিছু সার মিললেও চাহিদা অনুযায়ী মিলছে না। খোলা বাজারে একই সার পাওয়া যাচ্ছে কয়েক গুণ বেশি দামে। এর পেছনে ডিলারদের সিন্ডিকেট ও কৃষি অফিসের গাফিলতি রয়েছে। রাউতি ইউনিয়নের মেঁছগাও গ্রামের কৃষক তাজুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, চলতি মৌসুমে ৪৫ কাটা জমিতে রোপা-আমন চাষ করেছি ও ৫ কাটা জমিতে শীতকালীন সবজি চাষের জন্য জমি প্রস্তুত করেছি। তিনি বলেন, ডিলারদের গুদামে পর্যাপ্ত সার থাকলেও তারা কৃষকদের কাছে সরবরাহ না করে কৃত্রিম সংকট তৈরি করছেন। সারের অভাবে দুর্বল হচ্ছে রোপা আমন, বাধাগ্রস্ত হচ্ছে আগাম শীতকালীন সবজি চাষ। কৃষকরা আরও বলেন, ডিলারদের কারসাজি রোধে নিয়মিত মনিটরিংয়ের অভাব রয়েছে। ডিলারদের একটি সূত্র জানায়, আগস্ট, সেপ্টেম্বর দুই মাস রোপা-আমনের জন্য সারের প্রয়োজন থাকে ও অক্টোবর-নভেম্বর মাসে শীতকালীন সবজি চাষের জন্য সারের প্রয়োজন রয়েছে। কিন্তু চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় এই সংকট সৃষ্টি হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার সাতটি ইউনিয়নে বিসিআইসি সার ডিলার রয়েছে ১০ জন ও বিএডিসি সার ডিলার রয়েছে ৫ জন। রকার নির্ধারিত ২৭ টাকা কেজিতে প্রতি বস্তা ইউরিয়া সার বিক্রির কথা এক হাজার ৩৫০ টাকা, ২০ টাকা কেজিদরে এমওপি সারের বস্তা এক হাজার টাকা, ২৭ টাকা কেজিদরে টিএসপি সারের বস্তা এক হাজার ৩৫০ টাকা ও ২১ টাকা কেজিদরে ডিএপি প্রতি বস্তা এক হাজার টাকা দরে বিক্রি হওয়ার কথা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত