
ময়মনসিংহের ফুলপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের পর ঘটনাটি জানতে পেরে অভিযুক্তকে ধরতে যান দাদি। এ সময় তাকে দা দিয়ে আঘাত করে অভিযুক্ত রবি দাস। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফুলবলি (৫৬) নামে ওই বৃদ্ধা। ঘটনার পর থেকে পলাতক থাকা রবি দাসকে গত মঙ্গলবার রাতে ভালুকা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা এলাকায় গত সোমবার রাতে শ্যামাপূজার অনুষ্ঠান চলছিল। এ সময় এলাকার রবি দাস নামের এক যুবক শিশুটিকে খেলনা কিনে দেওয়ার কথা বলে বাড়ির পাশের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে দাদিকে ঘটনাটি জানায়। দাদি ফুলবলি অভিযুক্তকে ধরতে গেলে রবি দাস দা দিয়ে তার মাথায় কোপ দেয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দাদি ও শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফুলবলিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে আইসিইউ সংকটের কারণে ফের ময়মনসিংহে আনার পথে গত মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। গতকাল বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ফুলপুর থানার ওসি আবদুল হাদি বলেন, শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে ধরতে গেলে নারীকে কোপ দেয়। এতে তার মৃত্যু হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন।