ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

স্কুলছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি

স্কুলছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় টমটম চালাতে গিয়েই স্কুলছাত্র অপহরণের শিকার হয়েছে। গত মঙ্গলবার বিকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোরা নয়াপাড়া এলাকার আব্দুর রশিদের পুত্র এবং লেদা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির খণ্ডশাখার ছাত্র রিয়াজ উদ্দিনের শখের বশে টমটম চালাতে গিয়েই রোহিঙ্গা দুর্বৃত্তদের হাতে অপহরণের শিকার হয়। গতকাল বৃহস্পতিবার তার মুক্তির জন্য ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ জানান, ছাত্র রিয়াজের পরিবার অনেক অসহায় ও দিনমজুর। এক মাত্র ছেলে রিয়াজ স্কুলে পড়া লেখার পাশাপাশি টমটম গাড়ি চালিয়ে সংসার এবং তার পড়ালেখার খরচ চালায়।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলী জানান, রিয়াজকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত অভিযান ও সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত