ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাবাকে হত্যায় অভিযুক্ত ছেলে গ্রেপ্তার

বাবাকে হত্যায় অভিযুক্ত ছেলে গ্রেপ্তার

কিশোরগঞ্জে নেশার জন্য টাকা না দেওয়ায় বাবাকে হত্যায় অভিযুক্ত ছেলে আব্দুল আওয়াল বাদলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার র‌্যাব-১৪ সাপিসি-২ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল এ তথ্য জানান। তিনি বলেন, গত বুধবার বিকালে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল র‌্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের সহায়তায় সিদ্ধিরগঞ্জ থানার চট্টগ্রাম রোড থেকে গ্রেপ্তার করা হয় আবদুল আওয়াল বাদলকে। পরে তাকে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এর আগে গত ১৭ অক্টোবর বাবা আব্দুল মালেকের কাছে মাদকের জন্য টাকা চেয়ে না পেয়ে তার ছেলে বাদল বাবার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই মারা যান আব্দুল মালেক।

এ ঘটনায় নিহত মালেকের ছোট ছেলে খোকন মিয়া বাদী হয়ে গত ১৯ অক্টোবর করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তার বড় ভাই আব্দুল আওয়াল বাদলকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত