ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় নিহত দুই

পীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় নিহত দুই

রংপুরের পীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের মিল্ক ভিটার পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকালে দ্রতগামী একটি ট্রাক্টর উক্ত স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিয়ারি বেগম ও সোলেমান মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনই মারা যান।

নিহতরা হলেন পীরগঞ্জ সদর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের পিয়ারি বেগম এবং জামতলার বাসিন্দা সোলেমান মিয়া। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ট্রাক্টরটি আটক করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত