
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী ও মজুদকারী ১টি প্রতিষ্ঠান থেকে প্রায় ৮২৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। সেইসঙ্গে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার টিএম রাহসিন কবিরের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা এবং র্যাব-১১ এর সমন্বয়ে গঠিত একটি টিম কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন ও মজুদকরণ রোধকল্পে পলিথিন উৎপাদনকারী কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।