ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিংড়ায় বিএনপির সমাবেশ

সিংড়ায় বিএনপির সমাবেশ

নাটোরের সিংড়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে এক বিশাল কর্মশালা ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিংড়া কোর্ট মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তাইজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ। আরও বক্তব্যে দেন- সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল নেছা পুতুল, সিংড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাবিবির রহমান হাবিবসহ সংগঠনের নেতার উপস্থিত ছিলেন। বিএনপির নেতা দাউদার মাহমুদ বলেন, যেদিন থেকে এ ৩১ দফা মানুষ বুঝেছে, সেদিন থেকে মানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে। ৩১ দফা সাধারণ মানুষের আশার প্রতীক। তারেক রহমানের ৩১ দফা আগামী বাংলাদেশের স্বপ্ন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত