
আর কোনো সরকার যেন ফ্যাসিস্ট হতে না পারে সেজন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে। আগামী নির্বাচনে দেশপ্রেমিক শক্তিকে সরকার গঠনে সহায়তার আহ্বান জানিয়েছেন, কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনে এবি পার্টি মনোনীত প্রার্থী সাংবাদিক শামসুল হক শারেক।
গত শনিবার উখিয়ার গয়ালমারা গ্রামে এবি পার্টি আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। সাংবাদিক শারেক বলেন, অধিকারেরভিত্তিতে সেবা ও সমস্যা সমাধানের মাধ্যমে ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠনে এবি পার্টি কাজ করছে। জনগণকে সজাগ থাকতে হবে কোনো অপশক্তি যেন আগামী জাতীয় নির্বাচন বানচাললের ষড়যন্ত্র করতে না পারে।
তিনি বলেন, উখিয়া-টেকনাফের রোহিঙ্গা সমস্যার সমাধান, মাদকের দুর্নাম ঘুচানোসহ যুবকদের কর্মসংস্থানের বিষয়টি গুরুত্বপূর্ণ।
স্থানীয় সেবক হাজী অলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা এবি পার্টির আহ্বায়ক সৈয়দ হোসাইন, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে- মাওলানা আব্দুল হাকিম, হাজী ফরিদ আলম, জসিম উদ্দিন চৌধুরী, সাংবাদিক নেতা আয়াজ রবি, এবি পার্টির টেকনাফ উপজলা সদস্য সচিব মো. তারেক রশীদ, মোহাম্মদ হাশেম, এলাকার মুরুব্বী যথাক্রমে রশিদ আহমদ, সৈয়দ আলম, যুব নেতা মো. রশিদ, শ্রমিক নেতা কামাল আহমদ, ফকির আহমদ ও এবি যুব পার্টির নেতা রমজান আলী। সমাবেশে সাংবাদিক শারেককে মনোনয়ন দেওয়ায় সাংবাদিক শারেককে সংববর্ধিত করা হয়।