ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় ৯ আইনজীবীর সদস্যপদ বাতিল

চুয়াডাঙ্গায় ৯ আইনজীবীর সদস্যপদ বাতিল

চুয়াডাঙ্গায় ৯ আইনজীবীর সদস্য পদ বাতিল করেছে জেলা আইনজীবী সমিতি। গতকাল বুধবার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সাধারণ সভার অডিট অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে বারের সব প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন ওই নয় আইনজীবী। সদস্য পদ বাতিল হওয়া নয়জন হলেন- জাভেদ ইকবাল, মুহাম্মদ আসাদুল্লাহ, শামীম হাসান, মরিয়ম খাতুন, মোছা. মাসুরা খাতুন, আশরাফুল আলম রাজু, মফিজুর রহমান পিণ্টু, সুমন আলী ও মো. হাসানুজ্জামান।

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আহসান আলী। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আকসিজুল ইসলাম রতন। অডিট অধিবেশনে মারুফ সরোয়ার বাবু (পিপি), আব্দুল খালেক (জিপি), সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান এবং এমএম শাহজাহান মুকুল (পিপি- নারী ও শিশু), সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, আ স ম আব্দুর রউফ, তালিম হোসেন ও ফজলে রাব্বী সাগর,

সিনিয়র আইনজীবী আব্দুস সামাদ, সোহরাব হোসেন, ওয়াহেদুজ্জামান বুলা, মইন উদ্দিন মইনুল, তসলিম উদ্দিন ফিরোজ, খন্দকার অহিদুল আলম মানি ও মোসলেম উদ্দিন বক্তব্য দেন।

সভায় জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি মানজার আলী জোয়ার্দ্দার হেলাল ও আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম-সম্পাদক এসএম হুমায়ুন কবীর এবং জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সাধারণ সভার অডিট অধিবেশনে ২০২৪ সালের অডিট প্রতিবেদন উপস্থাপন করা হয়। অডিট উপ-পরিষদের আহ্বায়ক হিসেবে এমএম শাহজাহান মুকুল দায়িত্ব পালন করেন।

সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান মিল্টন ও ওহিদুজ্জামান মুকুল। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম বলেন, যে সব অনিয়মিত সদস্য বারে আসেন না, তাদের বিষয়ে নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক নোটিশ দেওয়া হয়েছে। কেউ কেউ জবাব দিয়েছেন এবং কেউ কেউ জবাব দেয়নি। জবাব সন্দেহজনক হওয়ায় আবেদন না মঞ্জুর করা হয়। এরপর সাধারণ সভায় উপস্থাপন করা হয়েছে এবং সদস্যদের মতামতেরভিত্তিতে নয়জন আইনজীবীর সদস্য পদ বাতিল করা হয়েছে এবং সবপ্রকার সুযোগ-সুবিধা থেকে বাদ দেওয়া হয়েছে।

তিনজন কিপিং সদস্য তাদের সদস্য পদ বহাল থাকবে। শিক্ষানবিশ আইনজীবীরা ২০০০ টাকা জমা দিয়ে বাংলাদেশ বার কাউন্সিলে ইন্টিমেশন জমা দিতে পারবেন এবং এক বছরের বেশি শিক্ষানবিশ হিসেবে প্র্যাকটিসের সুযোগ পাবেন না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত