
মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও খেসারি ফসলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হাবিবুর রহমানের সভাপতিত্বে গতকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক বলেন, কৃষকদের যেকোন এক ফসলের ওপর নির্ভরতা কমিয়ে বিভিন্ন ফসল মাটির উপযুক্ততার সঙ্গে চাষ করলে কৃষি পণ্যে উপযুক্ত দাম পাওয়া সম্ভব।
বিভিন্ন ফসল উৎপাদনে মনোযোগী হতে হবে।