ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট প্রয়োজন

বললেন শিবির সভাপতি
জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট প্রয়োজন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোট প্রয়োজন। জুলাই সনদ আমাদের সবারই প্রত্যাশা ছিল। অনেকগুলো মিটিংয়ের মধ্যদিয়ে এই সনদ স্বাক্ষর হয়েছে। যদিও এখানে কিছু প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব-নিকাশ রয়েছে। তারপরও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, এটা বাংলাদেশের জন্য নতুন মাইলফলক।

গতকাল বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

কেন গণভোট আয়োজন করা দরকার সে বিষয়ে জানতে চাইলে জাহিদুল ইসলাম বলেন, আইনি ভিত্তি অর্ডিন্যান্সের মাধ্যমে করা হয়। কিন্তু বাংলাদেশের বাস্তবতা হলো একটি অর্ডিন্যান্স অন্য একটি দল এসে বিভিন্ন সময় সেটা আবার চেঞ্জ করে ফেলে। এ জন্য গণভোট হলে এটা দিয়ে যে আইনি ভিত্তি পাবে বা সবার একটা গ্রহণযোগ্যতা পাবে, সেটা অর্ডিন্যান্সের মাধ্যমে অতটা পাবে না। এই জন্য আমরা গণভোটের পক্ষে। আর এটি অবশ্যই জাতীয় নির্বাচনের আগেই হওয়া যুক্তিযুক্ত।

ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রথমত আমরা ছাত্র অঙ্গনে কাজ করি, ছাত্র সংসদ নির্বাচনে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। বাস্তবতা হচ্ছে, ছাত্র রাজনীতি জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলে। হিস্টোরিক্যালি এখন পর্যন্ত যতগুলো ইভেন্ট হয়েছে, বড় বড় হিস্টোরিক্যাল ঘটনা ঘটেছে, সবগুলোতে ক্যাম্পাস এবং ছাত্রদের ভূমিকা ছিল। সে জায়গা থেকে আমাদের কাছে একটা চিত্র স্পষ্ট, তা হলো মানুষের চিন্তার একটা পরিবর্তন হয়েছে। মানুষ এখন গঠনমূলক কাজ চায়।

তিনি বলেন, জুলাই-আগস্ট হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা বা আন্দোলন ছিল না। এটা টোটাল জেনারেশনের চিন্তার একটি জাগরণ হয়েছে এবং এই জাগরণটা হচ্ছে বিগত ফ্যাসিস্ট আমলের যে ফ্যাসিবাদী আচরণ, এটা মানুষ এখন আর দেখতে চায় না। এখন মানুষ গঠনমূলক কাজ চায়। আগের মতো কাঁদা ছোড়াছুড়ি, নোংরামি অথবা রাজনৈতিক কালচারের মধ্যে যে নেগেটিভিটিগুলো রয়েছে, এগুলো শিক্ষার্থীরা এখন আর দেখতে চায় না। যারা রাজনীতির নয়া স্বরূপ অথবা সত্যিকারের অর্থে মানুষের কল্যাণের জন্য গঠনমূলক এজেন্ডা নিয়ে হাজির হবে, তারাই জাতীয় রাজনীতিতে গুরুত্ব পাবে।

এর আগে ক্যাম্পাসের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইবির প্রায় দুই হাজার নবীন শিক্ষার্থীকে ফুল, আল-কোরআন, ছেলেদের টি-শার্ট ও মেয়েদের হিজাবসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেয় ছাত্রশিবির নেতাকর্মীরা। অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ছাত্র উপদেষ্টা ড. ওবায়দুল ইসলাম, আইআইইআর’র পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. আব্দুল হান্নান, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল করিম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী, সংগঠনটির কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক এইচএম আবু মুসা ও ব্যবসায়িক শিক্ষা সম্পাদক গোলাম কিবরিয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত