
চাঁপাইনবাবগঞ্জের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ ত্বরান্বিত করতে প্রশাসন ও গণমাধ্যমকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোলায়মান। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান।
নবাগত জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জকে ‘একটি সম্ভাবনাময় জেলা’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ একটি সম্ভাবনাময় জেলা। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা যদি উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে গঠনমূলক ভূমিকা রাখেন, তবে জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। সভায় উপস্থিত সাংবাদিক প্রতিনিধিরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ বিষয়, যেমন- উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা, সামাজিক সমস্যার প্রতিকার, এবং বিভিন্ন দপ্তরে গণসেবার মানোন্নয়ন নিয়ে তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সাংবাদিকদের সব বক্তব্য শোনেন এবং সেসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, আপনাদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনাই আমাদের কাজের শক্তি জোগাবে। উন্নয়নের যে গতিশীলতা আছে, তা রক্ষা করতে হলে সবাইকে একসঙ্গে টিম হিসেবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান প্রমুখ।