
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, আমরা প্রতিশোধ কিংবা প্রতিহিংসার রাজনীতি চাই না, আমরা ভালোবাসার প্রতীক হয়ে মানুষের হৃদয় জয় করতে চাই। আমরা ফ্যাসিস্ট আ.লীগের মতো প্রতিপক্ষকে অত্যাচার-নির্যাতন, গুগ-খুন করে নিধন করব না। আমরা দেশের মানুষের ভালোবাসা অর্জন করে প্রতিহিংসার রাজনীতির সংস্কৃতিকে বদলে দেব। আগামীর দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সকলকে সাথে নিয়ে বদলে যাওয়া নতুন বাংলাদেশ গড়ব। তিনি গতকাল বৃহস্পতিবার শরীয়তপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দীর্ঘ প্রায় আট বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অত্যাচার-জুলুম ও কারাভোগের পর প্রথম বারের মতো নিজ জেলা শরীয়তপুরে আসলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে যাত্রা করে সকাল ১১টায় পদ্মা সেতুর নাওডোবা জিরো পয়েন্ট থেকে পথ সভা শুরু করেন। পথে পথে অপেক্ষমান বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন পথ সভায় যোগদান করেন।
এ সময় তিনি বলেন, আমরা আগামীর আধুনিক শরীয়তপুর গড়তে নিকেজদের মধ্যকার সব ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করব। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের কোন প্রতিশোধ নেব না, আমরা শরীয়তপুরের সব মানুষকে ভালোবাসায় আবদ্ধ করে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে শান্তিপ্রিয় জেলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।
এ সময় তার সঙ্গে ছিলেন, শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু, জেলা বিএনপির সাংসঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, বিএনপির ফরিদপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এসে এম ফয়সাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহম্মেদ ঝিন্টু। এছাড়াও বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল হক মোল্লা, শাহ মো. আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, জেলা যুবদলের সাবেক সভাপতি আরিফুজ্জামান মোল্লা, জেলা স্বেচ্চাসেবকদলের সাবেক সভাপতি রুহুল আমিন মুন্সী।