
রাঙামাটির পর্যটন, প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, কাপ্তাই কৃত্রিম লেক, খেলাধুলার প্রসার, সবুজায়ন, আলোকায়ন ও পরিচ্ছন্ন পৌরসভা গড়ার লক্ষ্য নিয়ে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মূলত : এই উদ্দেশ আয়োজন করা হয়। গতকাল সকাল ৮টায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ম্যারাথন প্রতিযোগী ২৪ কিলোমিটার দূরত্বে শুরু হয়ে রাঙামাটি পৌরসভা চত্বরে এসে সমাপ্ত হয়। প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, মোবারক হোসেন, উপ-পরিচালক স্থানীয় সরকার, রাঙামাটি ও প্রশাসক, রাঙামাটি পৌরসভা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির শীর্ষ নেতা দিলদার হোসেন প্রমুখ। রাঙামাটি জেলা পৌরসভার আয়োজনে প্রায় ৩ শতাধিক পুরুষ ও মহিলা প্রতিযোগী এ ম্যারাথনে অংশগ্রহণ করেন।