
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজ বসত ঘরের ভিতরে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীসহ ২ জনকে আটক করেছে পুলিশ। গত রোববার রাত ১০টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদি ভিটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জেসমিন আক্তার (৪০) ওই গ্রামের লিটন মিয়ার স্ত্রী। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান জানান, রাত ১১টার দিকে নিহতের স্বজনরা ট্রিপল নাইনে ফোন করে পুলিশকে হত্যাকাণ্ডের খবর দেয়।