ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

খালেদা জিয়ার সুস্থতায় দোয়া

খালেদা জিয়ার সুস্থতায় দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে লক্ষ্মীপুর সদর উপজেলা চররুহিতা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আসর নামাজের পর লক্ষ্মীপুর মোল্লা হাট রোড নতুন বেড়ি জামের মসজিদে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। মাহফিল পরিচালনা করেন, নতুন বেড়ি জামের মসজিদের ইমাম হাফেজ মাসুম বিল্লা। বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে তিনি বিশেষ মোনাজাত করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান খোকন, আহ্বায়ক ফখরুল ইসলাম স্বপন, চররুহিতা ইউনিয়নের বিএনপি সভাপতি নুর হোসেন চৌধুরী আরজু, সদর উপজেলা পশ্চিম তাঁতী দলের সদস্য সচিব মোসাদ্দেক ভূইয়া জিকু, চররুহিতা ইউনিয়ন যুবদলের সভাপতি ফিরোজ আলম চৌধুরী (সোহাগ) শ্রমিক দলের সভাপতি মোশাররফ হোসেন।

দোয়া আয়োজন করেন- চররুহিতা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বতমান সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, তবে উক্ত দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির বড় বড় নেতা কর্মীদের দেখা গেলোও ৫নং ওয়ার্ড নবনির্বাচিত বিএনপির সভাপতিকে দেখা যায়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত