
কিশোরগঞ্জের কটিয়াদীতে শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকা বিশিষ্ট গাড়ী (টমটম) উল্টে ওই গাড়ীতে বসে থাকা এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় ওই গাড়ির চালক আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল সোমবার দুপুর ২টার দিকে কটিয়াদী-মঠখলা সড়কের বেতাল এলাকায় হেলিপ্যাডের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান উপজেলার মসূয়া ইউনিয়নের পং মসূয়া গ্রামের রমজানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেতাল থেকে একটি দ্রুতগামী টমটম কটিয়াদীর দিকে আসছিল। পথে হেলিপ্যাড সংলগ্ন স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দেখে টমটমের চালক হঠাৎ ব্রেক কষলে টমটমটি উল্টে যায়। এসময় পেছনে বসে থাকা হাসান ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। এসময় গুরুতর আহত হন টমটমের চালক। স্থানীয়রা চালক সিয়ামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ মেহেদী হাসান একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আহত অপরজনের চিকিৎসা চলছে।