ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গণপ্রকৌশল দিবস পালিত

গণপ্রকৌশল দিবস পালিত

ফেনীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার শহরের একটি মিলনায়তনে আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি ফেনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ফেনী জেলা শাখার আয়োজনে আইডিইবি ফেনী জেলা শাখার সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট-এর অধ্যক্ষ প্রকৌশলী রেজাউল করিম। প্রধান বক্তা ছিলেন আইডিইবি অন্তবর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবির হোসেন।

আইডিইবি ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফ জাহানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিইবি অন্তবর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক কুমিল্লা অঞ্চল প্রকৌশলী এরশাদ উল্লাহ, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী মুহাম্মদ ফজলুল হক, প্রকৌশলী মীর হোসেন পাটোয়ারী, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের সদস্যসচিব প্রকৌশলী ইমাম। উদ্দিন ও আইডিইবি ফেনী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার নজরুল ইসলাম। এসময় আইডিইবি ফেনী জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের সদস্যরা এবং বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত