ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

গানে আর বিচারকার্যে ব্যস্ত আলম আরা মিনু

গানে আর বিচারকার্যে ব্যস্ত আলম আরা মিনু

আলম আরা মিনু, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একজন শ্রোতাপ্রিয় নন্দিত সঙ্গীতশিল্পী। তার কণ্ঠেই মূলত জনপ্রিয়তা পায় দেশের গান ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’ গানটি। রিয়াজ শাবনূর অভিনীত ‘মাটির ফুল’ সিনেমার ‘সোনা দানা দামী গহনা’ গানটিও তার কণ্ঠের তুমুল জনপ্রিয় একটি গান। এছাড়াও আরও বহু গান তার কণ্ঠে জনপ্রিয়তা পেয়েছে। আলম আরা মিনু এখনও গানে নিয়মিত। চেষ্টা করেন তিনি সব মাধ্যমে গান করার। এরইমধ্যে তিনি একটি চসৎকার কথার মৌলিক গান করেছেন। গানের শিরোনাম হচ্ছে ‘জানা ছিল না’। গানটি লিখেছেন শহিদ আলবেরুনী বিপুল, সুর করেছেন শিহাব শাহরিয়ার। গানে মিনুর সহশিল্পী এম আর সুইট। এদিকে এরইমধ্যে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার বিচারক হিসেবেও মিনু তার বিচারকার্য সম্পন্ন করেছেন। শাপলা কুড়ির ১৩তম আসরে অংশগ্রহণ করা শিশু শিল্পীদের প্রতিযোগিতার বিচারক ছিলেন তিনি। এদিকে এরইমধ্যে মিনু তার প্রিয় স্থান সুনামগঞ্জের মধ্যনগর বাজারের কাছে অবস্থিত টাঙ্গুয়ার হাওড় ঘুরে এসেছেন।

আলম আরা মিনু বলেন, ‘জানা ছিল না গানটির কথা ও সুর আমার কাছে ভীষণ ভালোলেগেছে। যে কারণে গানটি প্রবল আগ্রহ নিয়ে গেয়েছি আমি। আর শিশু পুরস্কার প্রতিযোগিতার বিচারক হয়েও ভীষণ ভালোলাগলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত