ঢাকা শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

শোকের ছায়া

বিমান বিধ্বস্তের ঘটনায় তারকাদের শোক

বিমান বিধ্বস্তের ঘটনায় তারকাদের শোক

রাজধানীর উত্তরায় তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি গতকাল সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং ১টা ১৮ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। এদিন দুপুরে স্কুল ছুটির সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এমন ঘটনায় শোকে স্তব্ধ পুরো দেশবাসী। সেইসঙ্গে শোবিজ তারকারাও। চিত্রনায়িকা মাহিয়া মাহি লিখেছেন, ‘বাচ্চাগুলোর মধ্যে আমি আমার ফারিশকে দেখতে পাচ্ছি শুধু। আল্লাহ তুমি ওদের কষ্ট দিওনা প্লিজ।’ শাকিব খান লিখেছেন, রাজধানীর উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সবার প্রতি গভীর সম্বেদনা জানাই। মহান আল্লাহ যেন আহদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করা শক্তি দেন।’ মেহজাবীন চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘উত্তরার দিয়াবাড়িতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত। সবার জন্য প্রার্থনা করছি!’ তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘মাইলস্টোনের জন্য প্রার্থনা।’ তমা মির্জা লিখেছেন, ‘আল্লাহ দয়া করে নিষ্পাপ বাচ্চাগুলোকে সাহায্য করুন এবং রক্ষা করুন। সব বাচ্চা, শিক্ষক এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।’ কণ্ঠশিল্পী পড়শি লিখেছেন, ‘এই মুহূর্তে যারা উত্তরার মাইলস্টোন স্কুল এলাকায় আছেন, বিনীত অনুরোধ, অনর্থক ভিড় করবেন না। এটি রেসকিউ কার্যক্রম এবং অ্যাম্বুলেন্সের চলাচলে বাধা সৃষ্টি করবে। উদ্ধারকাজে সহযোগিতা করুন।’ অভিনেতা রাশেদ মামুন অপু লিখেছেন, ‘ইয়া আল্লাহ, তুমি রহম করো।’ এক শিক্ষার্থীর আইডি কার্ড শেয়ার করে পূজা চেরি লিখেছেন, ‘মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত এই শিশুটিকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। হে সৃষ্টিকর্তা, সবাইকে রক্ষা করো।’ অভিনেতা জিয়াউল হক পালাশ লিখেছেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সব শিক্ষার্থীদের জন্য প্রার্থনা করুন।’ মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘উত্তরা দিয়াবাড়িতে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত ও বিস্মিত। সবার জন্য প্রার্থনা রইল!’ তারকা অভিনেতা জায়েদ খান লিখেছেন,‘মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত, বহু শিক্ষার্থীর অবস্থা খুবই খারাপ, হতাহতের আশঙ্কা! আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন।’ অভিনেতা রওনক হাসান লিখেছেন, ‘বুক কেঁপে উঠছে! শিউরে উঠছি! অনুগ্রহ করে দগ্ধ শিশুদের ছবি, ভিডিও পোস্ট করবেন না।’ শিল্পী অমল আকাশ লিখেছেন, ‘মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত-নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। প্রশিক্ষণ বিমান কেন এতো জনবহুল এলাকায় উড়াতে হবে?’ চিত্রতারকা সিয়াম আহমেদ লিখেছেন,‘মনটা মরে গেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন।’ এসময় তিনি বিভিন্ন হাসপাতালে আহতদের রক্তের চাহিদা নিয়েও কথা বলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত