দেশের ফ্যাশন ও বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় নাম সাদিয়া ইসলাম মৌ। দীর্ঘ ক্যারিয়ারে মডেলিং ও অভিনয় দিয়ে ছুঁয়েছেন সাফল্যের শীর্ষবিন্দু। এবার এই জনপ্রিয় তারকাকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে নির্মিত ওয়েব সিনেমাতে। নাম ‘গহীন অতল’। এটি নির্মিত হয়েছে কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গোয়েন্দা সিরিজ ‘মাসুদ রানা’-র উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে। তবে কেবল উপন্যাস অনুবর্তী নয়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে গল্পটিকে আধুনিক রূপ দিয়েছেন চিত্রনাট্যকার মাসুমা মায়মুর। তিনি লেখক কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ। ‘গহীন অতল’ ওয়েব সিনেমাটিতে মৌকে দেখা যাবে এক মায়ের চরিত্রে। তিনি সমাজ, পরিবার এবং নিজের নৈতিকতার সঙ্গে যুদ্ধ করতে করতে সন্তানের নিরাপত্তার জন্য এক অভ্যন্তরীণ টানাপোড়েনে ভোগেন। চরিত্রটি আবেগপূর্ণ, তীক্ষè ও বাস্তবতাসম্পন্ন। যা মৌয়ের অভিনয়ে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন নির্মাতারা। এই ওয়েব সিনেমায় মৌয়ের সঙ্গে আরও রয়েছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি এবং ইহতেশাম আহমেদ টিংকু। তবে মাসুদ রানা চরিত্রেকে অভিনয় করবেন সেটি চূড়ান্ত হয়নি। সহশিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মৌ বলেন, ‘সবার সহযোগিতা ছিল চমৎকার। টিমওয়ার্কটা এতটাই শক্তিশালী ছিল যে, সেটা স্ক্রিনেও বোঝা যাবে বলে মনে করি।’ পরিচালক আকা রেজা গালিবের প্রশংসা করে মৌ বলেন, ‘গালিব দারুণ যত্ন নিয়ে কাজটি করেছেন। গল্পের গভীরতা, লোকেশন, ক্যামেরার কাজ সবকিছুই অত্যন্ত প্রফেশনাল ও মানসম্পন্নভাবে হয়েছে।’ ওটিটি মাধ্যম নিয়ে তিনি আরও যোগ করেন, ‘এখন দর্শকদের কাছে পৌঁছানোর দারুণ এক প্ল্যাটফর্ম হলো ওটিটি। এখানে গল্প বলার ধরন আলাদা, চরিত্রগুলোও অনেক বেশি বাস্তব ও জটিলভাবে তুলে ধরা হয়।’